ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে  নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে গিয়ে ট্রলারডুবি,১৬ জেলে উদ্ধার।। 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি/এফ.বি
  • আপডেট সময় : ০৩:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৬ জেলেকে উদ্ধার করে স্থানীয় জেলেরা।

মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনার ঘটে। উদ্ধার হওয়া জেলেরা হলেন- রহমান মাঝি (৪০), মজনু ফরাজি (৪২), সবুজ (৩০), এনায়েত হোসেন (৪৮), মেজবাউদ্দীন মিজু (৩৭), সজিব (২২) নাসির, হৃদয় ও মুছা। অন্যদের নাম জানা যায়নি।

উদ্ধার হওয়া জেলেরা জানান, কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলি বাজার এলাকায় জাহিদ ব্যাপারীর মালিকানাধীন এফবি আনোয়ার নামের ট্রলার নিয়ে সোমবার বিকেলে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাত্রা করেন তারা। লক্ষাধিক টাকার রসদ নিয়ে তারা সমুদ্রে নামেন। যাত্রা পথেই এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।

তারা আরও বলেন, মঙ্গলবার বিকেল থেকে ট্রলারটি ঢেউয়ের তোড়ে ফেটে ভেতরে পানি ঢুকতে শুরু করে। পাওয়ার পাম্প দিয়ে পানি সেচেও কাজ হয়নি। একপর্যায়ে রাত সাড়ে ৭টার দিকে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা জেলেরা মালিকপক্ষকে ফোনে খবর দিলে স্পিডবোট পাঠিয়ে প্রায় আড়াই ঘণ্টা পর প্রথম দফায় ৬ জন ও দ্বিতীয় দফায় ১০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।

মাঝি মজনু ফরাজী বলেন, পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় এ ঘটনা ঘটে। সেখান থেকে কিনারায় আসতেই মাঝপথে হঠাৎ পানি উঠে ট্রলারটি তলিয়ে যায়। পরে স্পিডবোডের মাধ্যমে আমাদের উদ্ধার করে জেলেরা।

কুয়াকাটা নৌ-পুলিশ কেন্দ্রের ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, বিষয়টি আমি অবগত নই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে হয়তো গোপনে  তারা সাগরে গিয়েছিলেন৷

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বঙ্গোপসাগরে  নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে গিয়ে ট্রলারডুবি,১৬ জেলে উদ্ধার।। 

আপডেট সময় : ০৩:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৬ জেলেকে উদ্ধার করে স্থানীয় জেলেরা।

মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনার ঘটে। উদ্ধার হওয়া জেলেরা হলেন- রহমান মাঝি (৪০), মজনু ফরাজি (৪২), সবুজ (৩০), এনায়েত হোসেন (৪৮), মেজবাউদ্দীন মিজু (৩৭), সজিব (২২) নাসির, হৃদয় ও মুছা। অন্যদের নাম জানা যায়নি।

উদ্ধার হওয়া জেলেরা জানান, কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলি বাজার এলাকায় জাহিদ ব্যাপারীর মালিকানাধীন এফবি আনোয়ার নামের ট্রলার নিয়ে সোমবার বিকেলে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাত্রা করেন তারা। লক্ষাধিক টাকার রসদ নিয়ে তারা সমুদ্রে নামেন। যাত্রা পথেই এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।

তারা আরও বলেন, মঙ্গলবার বিকেল থেকে ট্রলারটি ঢেউয়ের তোড়ে ফেটে ভেতরে পানি ঢুকতে শুরু করে। পাওয়ার পাম্প দিয়ে পানি সেচেও কাজ হয়নি। একপর্যায়ে রাত সাড়ে ৭টার দিকে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা জেলেরা মালিকপক্ষকে ফোনে খবর দিলে স্পিডবোট পাঠিয়ে প্রায় আড়াই ঘণ্টা পর প্রথম দফায় ৬ জন ও দ্বিতীয় দফায় ১০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।

মাঝি মজনু ফরাজী বলেন, পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় এ ঘটনা ঘটে। সেখান থেকে কিনারায় আসতেই মাঝপথে হঠাৎ পানি উঠে ট্রলারটি তলিয়ে যায়। পরে স্পিডবোডের মাধ্যমে আমাদের উদ্ধার করে জেলেরা।

কুয়াকাটা নৌ-পুলিশ কেন্দ্রের ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, বিষয়টি আমি অবগত নই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে হয়তো গোপনে  তারা সাগরে গিয়েছিলেন৷