গাজায় ইসরায়েলি হামলায় আরো ৭২ ফিলিস্তিনি নিহত

- আপডেট সময় : ০১:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
আল-জাজিরার সাংবাদিক মোয়াথ আল-কাহলৌত জানান, জেইতুন ও সাবরা এলাকার পাশাপাশি আল-জাওয়িয়া বাজারে ইসরায়েলি হামলায় আহত বেশ কিছু বেসামরিক ফিলিস্তিনিকে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছে। তাদের মধ্য শিশুরাও রয়েছে। সবাইকে চিকিৎসা দেয়ার জন্য পর্যাপ্ত শয্যা ও সরঞ্জাম নেই হাসপাতালটিতে। অনেকে মাটিতে পড়ে থেকে কাতরাচ্ছেন। তীব্র সংকটের কারণে হাসপাতালটি সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল রোববার ইসরায়েলি হামলায় আরো ৭২ জন নিহত হয়েছেন। মৃত্যুর এ তালিকায় ত্রাণ বিতরণ কেন্দ্রে খাদ্যের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিরাও রয়েছেন। এর ফলে প্রতিদিনই এ অঞ্চলের মানবিক পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে।
গাজার চিকিৎসাসেবা–সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে কাতারভিত্তিক বার্তা সংস্থা আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গতকালের ইসরায়েলি হামলায় শুধু গাজা সিটি ও এর উত্তরাঞ্চলেই ৪৭ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে স্থানীয় আল-আহলি হাসপাতালের পরিস্থিতিকে ‘ভয়াবহ বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন গাজা সিটিতে অবস্থানরত আল-জাজিরার সাংবাদিক মোয়াথ আল-কাহলৌত।
তিনি জানান, জেইতুন ও সাবরা এলাকার পাশাপাশি আল-জাওয়িয়া বাজারে ইসরায়েলি হামলায় আহত বেশ কিছু বেসামরিক ফিলিস্তিনিকে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছে। তাদের মধ্য শিশুরাও রয়েছে। সবাইকে চিকিৎসা দেয়ার জন্য পর্যাপ্ত শয্যা ও সরঞ্জাম নেই হাসপাতালটিতে। অনেকে মাটিতে পড়ে থেকে কাতরাচ্ছেন। তীব্র সংকটের কারণে হাসপাতালটি সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে।
এদিকে রোববার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয় রাফার উত্তরাঞ্চলে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি সহায়তাকেন্দ্রে খাবার নিতে গিয়ে।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে গত শুক্রবার ইসরায়েলের সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, গাজায় ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন।