কেবিনে গরম, এয়ার ইন্ডিয়া বিমানের জরুরি অবতরণ

- আপডেট সময় : ০২:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে
জাপানের হানেদা বিমানবন্দর থেকে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট, মাঝআকাশে বিমানের কেবিনে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়ায়। পরে পাইলটরা সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে বিমানটিকে দিক পরিবর্তন করে কলকাতার উদ্দেশে নিয়ে যান।
রোববার (২৯ জুন) এয়ার ইন্ডিয়ার এআই ৩৫৭ ফ্লাইটে এ ঘটনা ঘটে। পরে কলকাতার দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি।
জানা যায়, ৩৫৭ নম্বর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই যাত্রী ও ক্রু সদস্যরা বিমানের কেবিনে অস্বস্তিকর তাপমাত্রা অনুভব করতে থাকেন। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির কারণে ককপিটে সংকেত পৌঁছালে পাইলটরা দ্রুত বিকল্প সিদ্ধান্ত নেন। নিরাপদে কলকাতায় অবতরণের পর বিমানটিকে নির্ধারিত স্থানে সরিয়ে নিয়ে যান্ত্রিক পরীক্ষা শুরু করে কর্তৃপক্ষ।
এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানান, কেবিনে তাপমাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি টের পেয়েই পাইলটরা দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন। পরে যাত্রীদের নিরাপদে দিল্লিতে পৌঁছে দিতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে বিমানটির কারিগরি পরীক্ষা চলছে।