সংবাদ শিরোনাম ::
বিধ্বস্ত বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:৫১:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের ওপর বিধ্বস্ত বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর।
আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিমানটি বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। তবে এখনো বিস্তারিত কিছু জানায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত হওয়া বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় অনেকেই আগুন নেভানোর চেষ্টা করছেন। দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে।
আইএসপিআর সূত্রে জানা গেছে, বিমানটি দুপুর ১টা ০৬ মিনিটে উড্ডয়ন করে। দুর্ঘটনার পর পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ শুরু করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ট্যাগস :