সংবাদ শিরোনাম ::
গাজীপুরে ‘ঘুমানোর জায়গা’ নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:২৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
গাজীপুরে চায়ের দোকানে ঘুমানোর জায়গা নিয়ে বাকবিতণ্ডারে জেরে ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুইজনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও।
পুলিশ জানায়, চৌরাস্তায় অস্থায়ী এক চায়ের দোকানের ভেতর ঘুমাতে যায় কয়েকজন। এসময় ঘুমানোর জন্য বিছানো চটের ওপর শোয়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। ধস্তাধস্তির এক পর্যায়ে রবিন নামে একজনের হাত কেটে গেলে এরই জেরে জুয়েলকে ছুরিকাঘাত করে রবিন ও তার অনুসারী রাকিব।
ট্যাগস :