শনিবার । নভেম্বর ১৫, ২০২৫

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: মির্জা ফখরুল

Image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। দলটির প্রতিষ্ঠাতা আ স ম আবদুর রব অসুস্থ থাকায় উপস্থিত ছিলেন দলটির সহসভাপতি এবং আ স ম আবদুর রবের সহধর্মিণী তানিয়া রব।

জুলাই সনদ ও বাস্তবায়নের সুপারিশ নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘যখন জাতীয় ঐকমত্য কমিশন এটা (সুপারিশ) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করল, তখন সেটায় অনেক পার্থক্য দেখা গেল। বিশেষ করে যে নোট অব ডিসেন্টগুলো ছিল, সেগুলো যেন সুপারিশে উল্লেখ থাকে, তেমনটা বলেছিলাম। এ ব্যাপারে আমরা আস্থা ও বিশ্বাস রেখেছিলাম। কিন্তু সেই আস্থা, বিশ্বাসের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের সঙ্গে প্রতারণা করেছে। যেটা আমরা তাদের কাছ থেকে আশা করিনি।’

তিনি বলেন, ‘গণভোট সংসদ নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটি ব্যালট থাকবে, একটি গণভোটের, আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য। সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত কারো থাকতে পারে বলে মনে করি না। খুব পরিষ্কার বলতে চাই, আমরা নির্বাচন করব, নির্বাচন করতে চাই। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনকে বানচাল করার জন্য, বিলম্বিত করার জন্য একটা মহল উঠে-পড়ে লেগেছে। বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি করা দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকে যাঁরা এ নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন। তাঁদের অনুরোধ করব—দয়া করে, জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, অতীতে অনেক করেছেন। সেগুলো আমি বলতে চাই না। একসময় এই দেশের সব মানুষের চাহিদা ছিল দেশ স্বাধীন হবে। আপনারা (জামায়াতে ইসলামী) সেটার বিরোধিতা করেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। এই দেশের মানুষ কখনো প্রতারক বা যারা প্রতারণা করে তাদের ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। সুতরাং আপনারা ওখান থেকে সরে আসুন। নির্বাচন করুন।’

তিনি বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক—এটাই আমরা সবাই চাই। জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। এই সংকট থেকে আমরা যেদিকে উত্তরণ ঘটাতে পারি, সেদিকেই আমাদের যাওয়া দরকার, আমাদের যেতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অবশ্যই আমাদের মিত্রদের নিয়ে যাদের সঙ্গে আমরা দীর্ঘ ১৭ বছর লড়াই-সংগ্রাম করেছি, কাজ করেছি, তাদের সঙ্গে নিয়েই সরকার গঠন করতে চাই। খুব পরিষ্কার কথা আমরা বলেছি, নির্বাচনের পরে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আসুন আমরা সবাই একসঙ্গে এ নির্বাচনকে উপলক্ষ করে সামনের দিকে এগিয়ে যাই এবং নির্বাচনকে অত্যন্ত সুন্দর-সুষ্ঠুভাবে করে আমাদের জনগণের একটা পার্লামেন্ট-সরকার গঠন করি।’

সংস্কার নিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশে যত সংস্কার, সব বিএনপির হাত দিয়ে। আমরাই সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছি। আমরাসহ সব রাজনৈতিক দল সংস্কার করতেই সনদে সই করেছে। যে সংস্কারগুলোতে আমরা একমত হয়েছি, ভবিষ্যতে সেগুলোই আমরা বাস্তবায়ন করব, যদি আমরা ক্ষমতায় আসি। আমরা যেগুলো পারিনি সেগুলো আমাদের ম্যানিফেস্টোতে নিয়ে এসে আমরা করব।’

জেএসডির সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

Releated Posts

ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির

ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির

ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে ইউরোপের দেশটি।  জেরুজালেমে অবস্থান…

নভেম্বর ১৩, ২০২৫
নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’-এর কেন্দ্রীয় নেতা তিতাস উদ্দিন আটক

নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’-এর কেন্দ্রীয় নেতা তিতাস উদ্দিন আটক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর শাখার সহসভাপতি তিতাস উদ্দিনকে আটক করেছে…

নভেম্বর ১৩, ২০২৫
বহিষ্কৃত ১৭ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

বহিষ্কৃত ১৭ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের কারণে দেশের বিভিন্ন ইউনিটের বহিষ্কার ও পদ স্থগিত…

নভেম্বর ১৩, ২০২৫
আজকের স্বর্ণের বাজারদর

আজকের স্বর্ণের বাজারদর

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ১৮৮ টাকা। নতুন দামে ২২ ক্যারেট…

নভেম্বর ১৩, ২০২৫
প্রধান উপদেষ্টার ভাষণে ‘জুলাই সনদ লঙ্ঘনের’ অভিযোগ বিএনপির

প্রধান উপদেষ্টার ভাষণে ‘জুলাই সনদ লঙ্ঘনের’ অভিযোগ বিএনপির

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।…

নভেম্বর ১৩, ২০২৫
টাইগারদের ইনিংস ঘোষণা

টাইগারদের ইনিংস ঘোষণা

সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে বোলিং ও ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে ৮…

নভেম্বর ১৩, ২০২৫
জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া…

নভেম্বর ১৩, ২০২৫
জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জুলাই সনদ’-এ অনুমোদন দিয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি এই গুরুত্বপূর্ণ সনদে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে…

নভেম্বর ১৩, ২০২৫
সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ…

নভেম্বর ১৩, ২০২৫
অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: মির্জা ফখরুল - crd.news