পিকেএসএফে চুক্তিভিত্তিক পদে জনবল নিয়োগ, শেষ তারিখ ৮ নভেম্বর
পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) বিভিন্ন প্রযুক্তি ও মিডিয়া সংক্রান্ত পদে চুক্তিভিত্তিকভাবে জনবল নিয়োগ দিতে যাচ্ছে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর ২০২৫।
নিয়োগের পদ ও বেতন:

- চিফ টেকনোলজি অফিসার (CTO) – ১ পদ, মাসিক ৩,২০,০০০ টাকা
- সফটওয়্যার সলিউশন স্পেশালিস্ট – ১ পদ, মাসিক ২,০০,০০০ টাকা
- সিস্টেম আর্কিটেক্ট অ্যান্ড ইন্টিগ্রেটর – ১ পদ, মাসিক ২,০০,০০০ টাকা
- সিস্টেম অ্যানালিস্ট – ১ পদ, মাসিক ২,০০,০০০ টাকা
- কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার – ১ পদ, মাসিক ২,০০,০০০ টাকা
- মাল্টিমিডিয়া কনটেন্ট ডেভেলপমেন্ট স্পেশালিস্ট – ১ পদ, মাসিক ২,০০,০০০ টাকা
- ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট স্পেশালিস্ট – ১ পদ, মাসিক ২,০০,০০০ টাকা
- মিডিয়া কমিউনিকেশন স্পেশালিস্ট – ১ পদ, মাসিক ২,০০,০০০ টাকা
পদগুলোর বিস্তারিত শর্তাবলী ও দায়িত্ব জানতে আগ্রহীরা পিকেএসএফের ওয়েবসাইট দেখতে পারবেন। আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে।








