শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্নীতি প্রশ্রয় দিতেন না : দুদক চেয়ারম্যান

- আপডেট সময় : ০৬:১৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ১ বার পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবচেয়ে বড় খ্যাতি ছিল তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন না, দুর্নীতি প্রশ্রয় দিতেন না। যারা বগুড়ার সন্তান, যারা বগুড়ায় চাকরি করেন তারাও দুর্নীতি প্রশ্রয় দিবেন না।
রবিবার বগুড়ায় গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’, শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের শহীদ টিটু মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠিত হয়।
৪২ বছর আগে বগুড়ায় চাকরীজীবন শুরু করার স্মৃতি উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, বগুড়ার জন্য ঋণ অনেক, প্রথম কর্মজীবন প্রথম ভালোবাসা বগুড়া তার জন্য প্রথম ভালোবাসা, বগুড়া বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা। তিনি বলেন, দুদক কর্মকর্তারা কি করছেন সেদিকেও খেয়াল রাখতে হবে, যাকে দুনীতিগ্রস্ত হয়ে না পড়ে। কাজ হোক বা না হোক ঘুষ দিবেন না, একটা পর্যায়ে দেখবেন কাজ হয়ে যাবে।
তিনি বলেন, সরকারি চাকরি যারা করেন, তাদের কাজ করতেই হবে, তাদের বিকল্প নেই। তাই ঘুষের সরবরাহ বন্ধ করে দেন, তাহলে বগুড়া হয়ে উঠবে দেশের অন্যতম দুর্নীতিমুক্ত জেলা।
গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বক্তব্য দেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসাসহ দুদক জেলা ও বিভাগীয় কর্মকর্তারা। অনুষ্ঠানে ৩২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯৭টি অভিযোগের মধ্যে ৫৭ জন গণশুনানিতে অভিযোগ উপস্থাপন করেন। এসময় জাল কাগজপত্র দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।