কলাপাড়ায় দুর্যোগের আগাম প্রস্তুতি, বরাদ্দ বৃদ্ধি ও তহবিল গঠনে কর্মশালা

- আপডেট সময় : ০৪:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, স্থানীয় সরকার ব্যবস্থায় বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে টেকসই তহবিল গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগোনারী’। কর্মশালাটি বাস্তবায়িত হয় ‘জিএফএফও-মাল্টি হ্যাজার্ড চাইল্ড সেন্টারড এন্টিসিপেটরি অ্যাকশন’ প্রকল্পের আওতায়, জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে এবং রাইমসের কারিগরি সহায়তায়। সার্বিক সহযোগিতায় ছিল সেভ দ্য চিলড্রেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেন জাগোনারীর প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস। স্বাগত বক্তব্য ও কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. মনিরুজ্জামান প্রিন্স। দুর্যোগ ব্যবস্থাপনা ফান্ড ও বাজেট বরাদ্দ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদ নিজাম।
চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘দুর্যোগের আগাম প্রস্তুতি ও সতর্কতা ব্যবস্থা জোরদার করতে হবে। ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় অপরিহার্য।’
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্ক এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্যোগ তহবিল গঠনের প্রক্রিয়া, কৌশল ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। এতে ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, স্বেচ্ছাসেবক, সিপিপি সদস্য, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা দুর্যোগকালে জরুরি সেবা নিশ্চিত করতে ইউনিয়নভিত্তিক পৃথক বাজেট ও টেকসই তহবিল গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।