ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ ২,৯৫৬ কোটি টাকা যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনার শর্তাবলি প্রকাশযোগ্য নয় : অর্থ উপদেষ্টা সমুদ্রপথে দুবাইতে কাঁঠাল রপ্তানি করলো বাংলাদেশ আটাবের দুর্নীতি-জালিয়াতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামের বীজের গুঁড়া এত উপকারী কিডনি ক্যান্সারে বাড়ছে মৃত্যু, পুরুষদের ঝুঁকি বেশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায় বৃহস্পতিবার পোর্তোর সাবেক অধিনায়ক কিংবদন্তি কস্তার মৃত্যু খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা হবে: মির্জা ফখরুল নির্বাচনের আগে লটারির মাধ্যমে এসপি-ওসিদের বদলি : স্বরাষ্ট্র উপদেষ্টা

শাহরুখের নামে ‘কুকুর পালা’ বিতর্ক: জবাব দিলেন আমির

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও আমির খান।

বলিউড কিং শাহরুখ খান ও পারফেকশনিস্ট আমির খান- এই দুই মহারথীকে এক সময় প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখতেন তাদের ভক্তরা। সময়ের পরিক্রমায় সেই দুই তারকার মধ্যকার সম্পর্ক আজ বন্ধুত্বের দৃষ্টান্ত। একসময়কার বিতর্ক, অভিমান ছিল আলোচনায়। এমনকি শাহরুখের নামে কুকুর পালার অভিযোগও উঠেছিল আমির খানের নামে।

বহু বছর আগের এক ব্লগ পোস্টে আমির খান লিখেছিলেন, ‘শাহরুখ আমার তালু চাটছে। আমি ওকে বিস্কুট খাওয়াচ্ছি। এর থেকে আর কী চাই!’  আমিরের সেই মন্তব্যটি তৎকালীন সময়েই প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে। শাহরুখ ভক্তরা ক্ষুব্ধ হন, বলিউডের একাংশও কটাক্ষ করে আমিরকে।

পরিস্থিতি এমন দাঁড়ায় যে আমির খানকে বিতর্কিত তারকা বলেও অভিহিত করা হয়। পরবর্তীতে একটি টেলিভিশন সাক্ষাৎকারে আমির বিষয়টি ব্যাখ্যা করেন। জানান, তার একটি পোষা কুকুরের নাম ছিল ‘শাহরুখ, যেটি তিনি কিনেছিলেন এক পারসি ব্যক্তির কাছ থেকে। কুকুরটির নাম সেই মালিকই রেখেছিলেন এবং আমির সেটি মজা করে উল্লেখ করেছিলেন তার ব্লগে।

যদিও সেটা ভালোভাবে নেননি শাহরুখ ভক্তরা। ঘটনার জেরে আমির খান একপর্যায়ে শাহরুখ খানের বাসায় গিয়ে ক্ষমা চান। শুধু শাহরুখ নন, তার সন্তান আরিয়ান খান ও সুহানা খানের কাছেও দুঃখ প্রকাশ করেন তিনি। ধীরে ধীরে গড়ে ওঠে উষ্ণ সম্পর্ক। আজ তারা একে অপরকে ‘ভালো বন্ধু’ বলেই অভিহিত করেন।

সম্প্রতি ‘সিতারে জামিন পার’ সিনেমার সাফল্য উদযাপন উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে আসে সেই বিতর্কিত প্রসঙ্গ। ‘দ্য লালনটপ’-কে আমির খান বলেন, ‘আসলে একটা সময় ছিল যখন আমি আর শাহরুখ পরস্পরকে নিয়ে অনেক কিছু বলতাম। হয়তো তখন আমাদের মধ্যে রেষারেষি ছিল, হয়তো উনি আমার ওপর অসন্তুষ্ট ছিলেন। কেন ছিলেন, জানি না। তবে এখন মনে হয়, সেই সময়ের আচরণ ছিল একেবারে শিশুসুলভ।’

আমির খান স্বীকার করেছেন, শাহরুখ প্রতি বছর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়ে রসিকতা করতেন। যদিও সেটা আজ হাস্যরসের স্মৃতি ছাড়া আর কিছুই নয়। সাক্ষাৎকারের শেষে তিনি বলেন, ‘সবকিছুই এখন অতীত। আমাদের মধ্যে এখন পারস্পরিক শ্রদ্ধা রয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শাহরুখের নামে ‘কুকুর পালা’ বিতর্ক: জবাব দিলেন আমির

আপডেট সময় : ০৬:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

বলিউড কিং শাহরুখ খান ও পারফেকশনিস্ট আমির খান- এই দুই মহারথীকে এক সময় প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখতেন তাদের ভক্তরা। সময়ের পরিক্রমায় সেই দুই তারকার মধ্যকার সম্পর্ক আজ বন্ধুত্বের দৃষ্টান্ত। একসময়কার বিতর্ক, অভিমান ছিল আলোচনায়। এমনকি শাহরুখের নামে কুকুর পালার অভিযোগও উঠেছিল আমির খানের নামে।

বহু বছর আগের এক ব্লগ পোস্টে আমির খান লিখেছিলেন, ‘শাহরুখ আমার তালু চাটছে। আমি ওকে বিস্কুট খাওয়াচ্ছি। এর থেকে আর কী চাই!’  আমিরের সেই মন্তব্যটি তৎকালীন সময়েই প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে। শাহরুখ ভক্তরা ক্ষুব্ধ হন, বলিউডের একাংশও কটাক্ষ করে আমিরকে।

পরিস্থিতি এমন দাঁড়ায় যে আমির খানকে বিতর্কিত তারকা বলেও অভিহিত করা হয়। পরবর্তীতে একটি টেলিভিশন সাক্ষাৎকারে আমির বিষয়টি ব্যাখ্যা করেন। জানান, তার একটি পোষা কুকুরের নাম ছিল ‘শাহরুখ, যেটি তিনি কিনেছিলেন এক পারসি ব্যক্তির কাছ থেকে। কুকুরটির নাম সেই মালিকই রেখেছিলেন এবং আমির সেটি মজা করে উল্লেখ করেছিলেন তার ব্লগে।

যদিও সেটা ভালোভাবে নেননি শাহরুখ ভক্তরা। ঘটনার জেরে আমির খান একপর্যায়ে শাহরুখ খানের বাসায় গিয়ে ক্ষমা চান। শুধু শাহরুখ নন, তার সন্তান আরিয়ান খান ও সুহানা খানের কাছেও দুঃখ প্রকাশ করেন তিনি। ধীরে ধীরে গড়ে ওঠে উষ্ণ সম্পর্ক। আজ তারা একে অপরকে ‘ভালো বন্ধু’ বলেই অভিহিত করেন।

সম্প্রতি ‘সিতারে জামিন পার’ সিনেমার সাফল্য উদযাপন উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে আসে সেই বিতর্কিত প্রসঙ্গ। ‘দ্য লালনটপ’-কে আমির খান বলেন, ‘আসলে একটা সময় ছিল যখন আমি আর শাহরুখ পরস্পরকে নিয়ে অনেক কিছু বলতাম। হয়তো তখন আমাদের মধ্যে রেষারেষি ছিল, হয়তো উনি আমার ওপর অসন্তুষ্ট ছিলেন। কেন ছিলেন, জানি না। তবে এখন মনে হয়, সেই সময়ের আচরণ ছিল একেবারে শিশুসুলভ।’

আমির খান স্বীকার করেছেন, শাহরুখ প্রতি বছর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়ে রসিকতা করতেন। যদিও সেটা আজ হাস্যরসের স্মৃতি ছাড়া আর কিছুই নয়। সাক্ষাৎকারের শেষে তিনি বলেন, ‘সবকিছুই এখন অতীত। আমাদের মধ্যে এখন পারস্পরিক শ্রদ্ধা রয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে।