রাজধানীর কদম ফোয়ারা এলাকায় পুলিশ আটকে দিয়েছে এবতেদায়ী শিক্ষকদের পদযাত্রা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে ‘লং মার্চ টু যমুনা’ শুরু করার পরই তারা মুখোমুখি অবস্থানে পড়েন। আন্দোলনকারীরা সরকারের কাছে তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছেন।
স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম বলেন, “আমরা দুপুর ২টার দিকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে পুলিশ আমাদের কদম ফোয়ারার সামনে আটকে দিয়েছে। আপাতত এখানেই অবস্থান ধরে রেখেছি এবং জোহরের নামাজ আদায় করেছি। সরকারের প্রতি আহ্বান, বছরের শুরুতে দেওয়া জাতীয়করণের আশ্বাস দ্রুত বাস্তবায়ন করুন এবং আমাদের পাঁচ দফা দাবি মেনে নিন।”
শিক্ষকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
- ২৮ জানুয়ারি ঘোষিত জাতীয়করণ দ্রুত বাস্তবায়ন করা।
- এমপিওভুক্তির জন্য পাঠানো ১০৮৯টি প্রতিষ্ঠানের নথি দ্রুত অনুমোদন দেওয়া।
- অনুদানহীন স্বীকৃত এবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা।
- প্রাথমিক বিদ্যালয়ের সমমানের প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করা।
- এবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করা।
১৯৮৪ সালে স্থাপিত এবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের সমমানের ধর্মীয় শিক্ষা প্রদান করে। দীর্ঘ চার দশক পেরিয়ে গেলেও শিক্ষকরা এখনও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ছাড়াই কাজ করছেন। জাতীয়করণের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা।
গত ২৮ জানুয়ারি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেন মাদ্রাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক। জাতীয়করণের প্রথম ধাপ হিসেবে এমপিওভুক্তি নিশ্চিত করার কথাও বলা হয়েছিল।








