অস্ট্রেলিয়ার স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেলেন ৩১ বছর বয়সী জেইক ওয়েদারল্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৬ ম্যাচে ৫,২৬৯ রান করার পর তিনি প্রথমবার জাতীয় দলের ডাক পেলেন। সব ঠিক থাকলে ২১ নভেম্বর পার্থে উসমান খাওয়াজার সঙ্গে ওপেন করবেন।
গত টেস্টে ভারতের বিপক্ষে অভিষেকের পর কনস্টাসের ফর্ম মৃদু থাকলেও ওয়েদারল্ড চলতি শেফিল্ড শিল্ডে দুটি ফিফটি ও একটি ৯৪ রানের ইনিংস খেলেছেন। নির্বাচকরা শেষ পর্যন্ত তাকেই বেছে নিয়েছেন।
স্কোয়াডে আছেন মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, বাউ ওয়েবস্টার, জশ হেইজেলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও ন্যাথান লায়ন। অধিনায়কত্ব করবেন স্টিভেন স্মিথ, চোটে ছিটকে পড়া প্যাট কামিন্স দলের সঙ্গে থাকবেন পুনর্বাসন প্রক্রিয়ায়। বিকল্প কিপার হিসেবে রয়েছেন জশ ইংলিস।
অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট স্কোয়াড:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ব্রেন্ডান ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল স্টার্ক, জেইক ওয়েদেরাল্ড, বাউ ওয়েবস্টার।








