শনিবার রাতে দীর্ঘ ৪৮ দিন পর সান্তোসের হয়ে মাঠে নেমেছেন নেইমার। বদলি হিসেবে খেলেছেন প্রায় ২২ মিনিট। কিন্তু সান্তোসে নিয়মিত খেলা তার জন্য সম্ভব হচ্ছে না, কারণ মার্চ থেকে তিনটি চোটের কারণে তিনি তিন মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন।
ইউরোপিয়ান সংবাদ অনুযায়ী, নেইমারের নতুন গন্তব্য হতে পারে মার্কিন ক্লাব ইন্টার মিয়ামি। ২০২৬ সালে লিওনেল মেসির সঙ্গে তিনি মিয়ামিতে তৃতীয়বার খেলতে পারেন।
এ সময় মিয়ামির দুই তারকা খেলোয়াড় সার্জিও বুসকেটস এবং জর্ডি আলবা চলতি মৌসুম শেষে অবসর নেবেন, ফলে ২০২৬ সালে দুটি বিদেশি খেলোয়াড়ের সুযোগ খালি হবে। এই জায়গায় নেইমারকে দলে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে ক্লাব।
প্রসঙ্গত, ৩৮ বছর বয়সী মেসির সঙ্গে নেইমারের চুক্তি চলতি মেজর লিগ মৌসুম ২০২৮ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও, আগামী মৌসুমে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডে পল স্থায়ীভাবে মিয়ামিতে থাকতে পারেন।









