রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে এক পুরুষ ও এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা স্বামী-স্ত্রী। তবে মৃত্যুর কারণ বা ধরন নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রবিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা পুলিশ জানায়, রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চচল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তারা হলেন সাইফুল ইসলাম (৩০) ও শাকিলা। সাইফুল ওই বাসার দারোয়ান হিসেবে এবং শাকিলা ওই বাসায় রান্নার কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়েই পুলিশ তাদের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে। তবে এ দম্পতি হত্যার শিকার নাকি আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত করে জানতে পারেনি পুলিশ।









