চিত্রনায়ক সালমান শাহ ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে।
জনপ্রিয় সালমান শাহের মৃত্যু নিয়ে দীর্ঘ ২৯ বছরের তদন্তের পর নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরো কয়েকজনের নাম রয়েছে।
এদিকে, সালমান শাহর হত্যার বিচার চেয়ে মশাল মিছিল হয়েছে যশোরে। সালমান শাহর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে কাঠেরপুল যুব সংঘের উদ্যোগে সালমান শাহ ভক্তরা মঙ্গলবার সন্ধ্যায় শহরের মণিহার সিনেমা হলের সামনে মশাল মিছিল বের করে।
এ সময় তারা সালমানের খুনিদের বিচার দাবি করে স্লোগান দিতে থাকেন। শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে মণিহার সিনেমা হলের সামনে এসে মোমবাতি প্রজ্বালন করা হয়। মোমবাতি প্রজ্বালন শেষে ভক্তরা বলেন, আমরা সালমান শাহে্র মৃত্যুর সুষ্ঠু বিচার চাই। সালমান হত্যার আসামিদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।









