সংবাদ শিরোনাম ::
গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যু।

অর্পিতা চ্যাটার্জী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাওহীদ (২০) নামক এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সে মহিমাগঞ্জের গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে এবং অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় কোচাশহর মালঞ্চা নানীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে কোচাশহর আসার পর রাস্তায় একটি ট্রাক এর সামনে অনাকাঙ্ক্ষিতভাবে উক্ত তাওহীদ ছিটকে পড়ে ও গুরুতর আহত হয়।
খবরটি এলাকায় ছড়িয়ে গেলে তার আত্মীয়-স্বজন সেখানে ছুটে গিয়ে তাওহীদের অবস্থা দেখে প্রথমে তাকে মৃত ভেবে বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর তার শরীরে নড়াচড়া দেখা দিলে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ট্যাগস :