গাইবান্ধা জেলা প্রশাসক গোল্ডকাপফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

- আপডেট সময় : ১০:৫৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুক্রবার বিকেলে স্থানীয় জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এর আগে ক্রীড়া সংগঠক লাসেন খান রিন্টুর মৃত্যু ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আল মামুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তাপস চক্রবর্ত্তী তুষার, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রশিদ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক শহিদুজ্জামান শহীদ ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের খেলায় গাইবান্ধা সদর উপজেলা দল ১-০ গোলে ফুলছড়ি উপজেলা দলকে পরাজিত করে। দুটি গ্রুপে মোট ৮টি দল খেলায় অংশ নেয়।