নির্বাচনের আগেই সরকার তার মৌলিক সংস্কারগুলো সম্পন্ন করবেন…..কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল হালিম

- আপডেট সময় : ০৪:৩৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মো: আব্দুল হালিম বলেন, “জামায়াত নিয়ম তান্ত্রিক ভাবে পরিবর্তন চায়। আর এটাই হল গণতন্ত্রের সৌন্দর্য। সোনালী সুন্দর বাংলাদেশ গড়তে জামায়াত কাজ করছে। এর আগে রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজন। নির্বাচনের আগেই সরকার তার মৌলিক সংস্কারগুলো সম্পন্ন করবেন, যেখানে ছাত্র-জনতার আকাঙ্খাগুলোর বাস্তবায়ন হবে বলে জামাতে ইসলামী আশা কর”
তিনি শনিবার বেলা ১১টায় জয়পুরহাট জেলা জামায়াত আয়োজিত জেলা ইউনিট সভাপতিদের নিয়ে শহরের আরামনগর স্থানীয় আব্বাস আলী খাঁন মিলনায়তনে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। সংস্কার ও নির্বাচনসহ গঠনমূলক সকল ক্ষেত্রে জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগীতা করবে বলেও জানান তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চল টিম সদস্য মাও: আব্দুর রহিম, জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশীদ ও রাশেদুল আলম সবুজ, শ্রমিক কল্যাণের জেলা সেক্রেটারী এ্যাড. আসলাম হোসেন প্রমুখ ।
কেন্দ্রীয় জামায়েতের সহকারী সেক্রেটারী মওলানা আব্দুল হালিম নির্বাচনী জোট গঠন নিয়ে আরো বলেন- এখনো জোট গঠনের সিদ্ধান্ত চুরান্ত হয়নি, তবে সমমনা ইসলামীদলগুলোর সাথে এ ব্যাপারে আলোচনা চলছে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চল টিম সদস্য আব্দুর রহিম বলেন, ‘দেশ প্রেমিক জনগনের সমর্থন নিয়ে জামায়াত একটি সুখী সুন্দর কল্যানমুলক মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। তিনি জামায়াত নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন আপনাদেরকে কেউ কোটি টাকার বিনিময়ে কিনতে পারবেনা। এক একটা জামায়াত কর্মীরা হল লোহার বড়ি, লোহা যেমন কেউ হজম করতে পারে না, ঠিক তেমনী জামায়াত কর্মীকে ব্যবহার করতে পারবেনা। জামায়াত কর্মীরা কখনও নিরাশ হবে না, হতাশ হবে না, আল্লাহর উপর ভরসা করে প্রত্যেক ইউনিটকে শক্তিশালী করে আগামী সংসদ নির্বাচনে জামায়াতের প্রতিক দাঁড়িপাল্লা মার্কায় প্রত্যেক ভোটারকে কর্মী বানাতে হবে।’