ইপিজেড বাস্তবায়নেরদাবীতে অবস্থান কর্মসূচী পালিত

- আপডেট সময় : ০৮:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবীতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে,ছাত্র-জনতার উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সামনে আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, এম এ মতিন মোল্লা, বিশিষ্ট ঠিকাদার রফিকুল ইসলাম রফিক, অবসর প্রাপ্ত সার্জেন্ট রাসেদ রায়হান, আব্দুর রাজ্জাক, ছাত্র নেতা মোস্তাকিম সজিব, মোকসেদুর রহমান, , কৌশিক, শুভ প্রমূখ। বক্তরা আরও বলেন রংপুর ইপিজেড বাস্তবায়নে যারা বাধাগ্রস্ত করছে এরা স্বার্থান্বেষী মহল। নিজেদের স্বার্থের জন্য এরা কতিপয় সাঁওতালদের দিয়ে গোবিন্দগঞ্জের ভবিষ্যতে রূপকার ইপিজেড নির্মাণে বাধা সৃষ্টি করছে।
গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়ন হলে গোবিন্দগঞ্জের দৃশ্যপট পাল্টে যাবে। ঘুচবে বেকারত্ব। এর সাথে জড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন। তাই আর ঘরে বসে না থেকে যেসব কুচকরীমহল ইপিজেড বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। তাই আন্দোলনকারীরা ইপিজেড দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নিতে প্রশাসনের একান্ত হস্তক্ষেপ কামনা করেছেন।