পলাশবাড়ীতে অবৈধবালু উত্তোলনকারী গ্রেপ্তার।

- আপডেট সময় : ০৮:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে কৃষিজমি ও আবাসিক এলাকা ধ্বংস করে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনকারী আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
স্থানীয়রা জানিয়েছেন, উক্ত আমিনুল ইসলাম জামায়াতের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সে নিজেকে জামায়াতের বড় নেতা দাবি করে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আমিনুলকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান ডিপটি (৫০) সহ বেশ কয়েকজন অভিযোগ করে জানান, আমিনুলের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী মিলে তাদের বন্ধক রাখা কৃষিজমিতে জোরপূর্বক ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলে অনেকের বাড়ি ভাঙনের মুখে পড়েছে এবং আশপাশের কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
ভুক্তভোগীরা নিজেদের বাড়ি ও জমি রক্ষার জন্য গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্প, পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, ও সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দৃষ্টি আকর্ষণ করেন।
পরবর্তীতে যৌথ বাহিনী কেত্তারপাড়ায় আমিনুল ইসলামের মালিকানাধীন ইটভাটায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।