ম্যাচটি ছিল কাজাখস্তানে। পাড়ি দিয়ে হয়েছে প্রায় ৪ হাজার কিলোমিটার পথ! তবে রিয়াল মাদ্রিদের খেলার ধার কমেনি একটুও। তাতে স্রেফ উড়ে গেছে কাজাখস্তানি ক্লাব কাইরাত আলমাতি। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে ৫-০ গোলের বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় পেল ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি।
ম্যাচে প্রথমে গোলের সুযোগ পায় কাইরাত। ঘরের মাঠে ১৩ সেকেন্ডের মাথাতেই থিবো কোর্তোয়ার পরীক্ষা নেন দাস্তান সাতপায়েভে। এক মিনিট পর জর্জিনিও গোলের চেষ্টা করেন। তবে ২৫ মিনিটে এগিয়ে যায় রিয়াল। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে।
এরপর দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। ৫৮ মিনিটে ভিনিসিউস জুনিয়রের পাসে সুযোগ মিস করেন ফরাসি তারকা। অতঃপর ৭৩ মিনিটে পেয়ে যান হ্যাটট্রিক। আর্দা গিলেরের পাসে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। এরপর শেষ দুটি গোল করেন এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ। অন্য ম্যাচে ইতালির আতালান্তা বেলজিয়ামের ক্লাব ব্রুগাকে ২-১ গোলে হারিয়েছে।