রবিবার । অক্টোবর ৫, ২০২৫

Image Not Found
News Ticker
  • Home
  • আন্তর্জাতিক
  • থালাপতি বিজয়ের সমাবেশে প্রাণহানির ঘটনায় মামলা, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস

থালাপতি বিজয়ের সমাবেশে প্রাণহানির ঘটনায় মামলা, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস

Image

অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা করেছে ভারতীয় পুলিশ। এতে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) দুই শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের সমাবেশে বিপুল লোকসমাগম হয়। একপর্যায়ে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে পদদলিত হয়ে ১৬ নারী, ৬ শিশুসহ ৩৯ জন মারা যান। আহত হন প্রায় ১০০ জন। দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে ২০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়।

মামলায় টিভিকের সাধারণ সম্পাদক ও বিজয়ের ঘনিষ্ঠ মিত্র এন আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সি টি নির্মল কুমার, পশ্চিম কারুরের জেলা সম্পাদক মথিয়াজাগানসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে মানুষের জীবনঝুঁকির মুখে ফেলতে পারে—এমন উদাসীন কাজ ও সরকারি কর্মকর্তাদের আদেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে তামিলনাড়ু পাবলিক প্রপার্টি (ক্ষয়ক্ষতি প্রতিরোধ) আইনেও অভিযোগ আনা হয়েছে।

টিভিকের একজন আইনজীবী জোর দিয়ে বলেছেন, সমাবেশে দলটি পুলিশের সব নির্দেশনা মেনে চলেছে। তিনি বলেন, মর্মান্তিক এ ঘটনা বিজয়কে গভীরভাবে শোকাহত করেছে। তামিলনাড়ুর মানুষকে ভালোবাসেন তিনি।

টিভিকের প্রধান থালাপতি বিজয় এ ঘটনায় মৃত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে দলের পক্ষ থেকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আহত প্রায় ১০০ জনের প্রত্যেককে ২ লাখ রুপি করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টিভিকের দেওয়া এক পোস্টে ৫১ বছর বয়সী এই অভিনেতা ও রাজনীতিবিদ মৃত ও আহত ব্যক্তিদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমার হৃদয়ে যে ব্যথা অনুভূত হচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এক্সে পোস্ট দিয়ে তিনি ভুক্তভোগী ব্যক্তিদের প্রতি শোক ও সমবেদনা জানান। বলেন, ঘটনাটি তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে রাজ্য সরকার।

এক বিবৃতিতে এম কে স্টালিন জানান, পদদলিত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে ১০ লাখ রুপি করে ও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের প্রত্যেককে ১ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় জানিয়েছে, জাতীয় ত্রাণ তহবিল থেকেও মৃত ব্যক্তিদের পরিবারপ্রতি ২ লাখ রুপি ও আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

Releated Posts

ট্রাম্পের নির্দেশ অমান্য করেই গাজায় বোমাবর্ষণ ইসরায়েলের, নিহত ২০

ট্রাম্পের নির্দেশ অমান্য করেই গাজায় বোমাবর্ষণ ইসরায়েলের, নিহত ২০

যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাব হামাস আংশিকভাবে মেনে নিতে রাজি হওয়ার পর গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছিলেন…

Oct 4, 2025
দুর্ঘটনার ঝুঁকি কমাতে এমিরেটসের নতুন নির্দেশনা

দুর্ঘটনার ঝুঁকি কমাতে এমিরেটসের নতুন নির্দেশনা

মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস তাদের সব ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বুধবার (১ অক্টোবর) থেকে কার্যকর হওয়া…

Oct 4, 2025
প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পাচ্ছে জাপান

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পাচ্ছে জাপান

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সানায়ে তাকাইচিকে দলের নতুন সভাপতি নির্বাচিত করেছে। নির্বাচিত সভাপতি সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা…

Oct 4, 2025
হামাসের স্বীকৃতি ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’: ব্রিটিশ প্রধানমন্ত্রী

হামাসের স্বীকৃতি ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’: ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তিচুক্তিটি হামাসের মেনে নেওয়াকে গাজায় যুদ্ধ অবসানে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শুক্রবার…

Oct 4, 2025
থালাপতি বিজয়ের সমাবেশে প্রাণহানির ঘটনায় মামলা, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস – crd.news