জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সানায়ে তাকাইচিকে দলের নতুন সভাপতি নির্বাচিত করেছে। নির্বাচিত সভাপতি সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। এর মধ্য দিয়ে সানায়ে তাকাইচি হতে যাচ্ছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমিকে পরাজিত করেন ৬৪ বছর বয়সি সানায়ে তাকাইচি। এর আগে প্রথম দফা ভোটে পাঁচ প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সংসদে ১৫ অক্টোবর ভোট হতে পারে জানা যাচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাকাইচি দেশের অর্থনৈতিক নীতিতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। নতুন প্রযুক্তি, অবকাঠামো, খাদ্য উৎপাদন এবং অর্থনৈতিক নিরাপত্তার অন্যান্য ক্ষেত্রে বিপুল রাষ্ট্রীয় বিনিয়োগের মাধ্যমে আগামী এক দশকের মধ্যে অর্থনীতির আকার দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগের একটি বিনিয়োগ চুক্তি পুনর্বিবেচনার সম্ভাবনা উত্থাপন করেছেন, যা ট্রাম্পের কঠোর শুল্ক কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল।
প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তাকাইচি ব্যাপক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। বিশেষ করে জাপানে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি, ভূ-রাজনৈতিক অস্থিরতা, দুর্বল অর্থনীতি এবং অভিবাসন নিয়ে বাড়তে থাকা উদ্বেগ।
সেপ্টেম্বরের শুরুর দিকে ক্ষমতাসীন দলের চাপের মুখে পড়ে পদত্যাগের ঘোষণা দেন শিগেরু ইশিবা। জুলাইয়ের উচ্চকক্ষে একের পর এক নির্বাচনে পরাজয়ের দায়ভার নিয়ে চাপের মুখে তিনি পদত্যাগ করেন। এরপরই ক্ষমতাসীন এলডিপি তাদের পরবর্তী নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে।