টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে হারায় আজকের দ্বিতীয় ম্যাচ পরিণত হয়েছে বাঁচা-মরায়। আবুধাবিতে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ তাদের একাদশে দুইটি পরিবর্তন এনেছে। আগের ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তাদের পরিবর্তে আজ একাদশে আছেন পেসার মোস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। জয়ের কম্বিনেশন ভাঙেনি আফগানরা।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস সুখকর নয়। ২০২৩ ও ২০২৪ সালে টানা দুইটি সিরিজ হেরেছে আফগানদের বিপক্ষে। এছাড়াও গত এক বছরে বাংলাদেশ ওয়ানডেতে জিতেছে মাত্র দুটি ম্যাচ, যা তাদের বিপর্যয়কে আরও প্রকট করেছে। এই ম্যাচ জেতার জন্য তাই মরিয়া মেহেদী হাসান মিরাজের দল।
দুই দলের একাদশ
আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, এএম গজানফার ও বশির আহমেদ।
বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।








